মহারাজগঞ্জ বাজারে দুটি দোকন সিল করে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷  রাজধানীর আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারের পূর্ব চালবাজারে বুধবার সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে দুইটি দোকান সিল করে দিয়েছেন৷
 রাজ্য সরকার পাইকারি বাজার ও খুচরো বাজারে দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে৷ বেআইনি কাজকর্ম বদ্ধ করার ওপরও বিশেষ গুরুত্ব আরোক করা হয়েছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার মহারাজগঞ্জ বাজারের পূর্ব চালবাজারে স্বপন সাহা এবং করুণা রায়ের দোকানে মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের কর্মকর্তারা হানা দেন৷ দোকানের লাইসেন্স নেই এবং দ্রব্যমূল্যের তালিকা ঝুলানো নেই৷ পাশাপাশি দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ পাওয়া গেছে৷ এসব বেআইনি কাজকর্মের দরুণ দুটি দোকান সিল করে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর প্রতিনিয়তই বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে৷  যে দুটি দোকান সিল করে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷