বিশাখাপত্তনম, ১৪ জুন (হি.স.) : অন্ধ্রপ্রদেশে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের থাডি এবং আনাকাপাল্লি স্টেশনের মাঝখানে।
ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে রেল যোগাযোগ ব্যবস্থা। ঘটনাস্থলে পৌছয় রেল কর্তৃপক্ষ। দ্রুততার সঙ্গে মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই রেল দুর্ঘটনার জেরে ৬টি ট্রেন বাতিল করা হয়েছে ও একটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।