কলকাতা, ১৪ জুন (হি. স.) : তৃণমূলের প্রার্থী ঘোষণা হলেই মারামারি শুরু হয়ে যাবে। বুধবার সকালে সাংবাদিকদের এই মন্তব্য করেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
কেন তৃণমূল পঞ্চায়েত ভোটে মনোনয়নে দেরি করছে, এই প্রশ্নের উত্তরে ইকো পার্কে তিনি বলেন, “পারছে না ওরা। হয়তো ওদের কাছে ক্যান্ডিডেট নেই। ওরা বলছে অন্য লোকের ক্যান্ডিডেট নেই! তৃণমূলেরই প্রার্থী আছে কিনা সন্দেহ হচ্ছে আমার! প্রার্থী ঘোষণা এজন্যই করছে না যে, ঘোষণা হলেই মারামারি শুরু হয়ে যাবে।”
প্রার্থী মনোনয়ন দিতে ভিন জেলার নেতাদের সামনে রাখছে তৃণমূল কংগ্রেস। এ ব্যাপারে প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, “এখন দেখুন তৃণমূল কংগ্রেসের এখনো প্রার্থী তালিকাই তৈরি হলো না। তাদেরই আদালতে যাওয়া উচিত দুদিন মনোনয়ন বাড়ানোর জন্য। আমরা তো অর্ধেকের বেশি করে ফেলেছি। আজকালের মধ্যে বাকি শেষ হয়ে যাবে। সেজন্য তৃণমূলের ভেতরে নাম এলেই মারামারি। যারা ইতিমধ্যেই মনোনয়ন করেছে পার্টির লোকেরা বলছে ওরা তৃণমূলের লোক নয়। কারা করছে? কি করছে! বোঝাই যাচ্ছে না। আদৌ মনোনয়ন করবে কিনা পার্টি দেখা যাক! নমিনেশন না হলে যুদ্ধ কি করে হবে।”