চেন্নাই, ১৪ জুন (হি.স.): তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজির গ্রেফতারিতে কড়া প্রতিক্রিয়া দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন সেন্থিলের সঙ্গে দেখা করার পর স্ট্যালিন বলেছেন, বিজেপির এই ধরনের হুমকিতে ভয় পাবে না ডিএমকে, ২০২৪ সালে মানুষ উচিত শিক্ষা দেবে বিজেপিকে।
দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি, তাঁকে মঙ্গলবার রাতে ইডি গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ার পর তিনি অসুস্থ বোধ করায় ভর্তি করা হয় চেন্নাইয়ের একটি হাসপাতালে। এদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেন্থিলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান স্ট্যালিন। পরে তিনি বলেন, ভোররাত দু’টো পর্যন্ত তাঁরা সেন্থিলকে চাপ দিতে থাকে এবং তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এখন আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। তিনি তদন্তে সহযোগিতা করবেন বলার পরও কেন তাঁকে নির্যাতন করা হল ? যারা এই আধিকারিকদের পাঠিয়েছে তাঁদের অসৎ উদ্দেশ্য আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তাঁরা অমানবিক আচরণ করেছে। ডিএমকে বিজেপির এই ধরনের হুমকিতে ভয় পাবে না। ২০২৪ সালে মানুষ তাঁদের উচিত শিক্ষা দেবে।”

