দুর্গাপুর, ১৪ জুন (হি. স.) : দামোদরের চরে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার ঘটনাটি ঘটেছে, বড়জোড়া থানার দামোদর নদের মানাচরে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শক্তিপদ বাউরী (৬০), পেশায় দিনমজুর। পশ্চিম বর্ধমানের কাঁকসার ধোবাঘাট গ্রামের বাসিন্দা। এদিন সকালে নদীর চরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে বড়জোড়া সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। প্রাথমিক অনুমান, গরমের দাবদহের জেরে মৃত্যু হতে হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।