নাইজেরিয়ায় নাইজার নদীতে ডুবে গেল নৌকা, মৃত্যু শতাধিক মানুষের

আবুজা, ১৪ জুন (হি.স.): আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবিতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ে শেষে বরযাত্রীদের নিয়ে ফেরার পথে নৌকাটি নাইজার নদীতে ডুবে যায়। উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে মঙ্গলবার (১৩ জুন) এই ভয়াবহ নৌকে দুর্ঘটনা ঘটে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল সেটি এখনও পুরোপুরি জানা যায়নি।

স্থানীয় পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বিয়ের যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। তখনই এটি ডুবে যায়। কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই জানান, ‘এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। তার মানে মৃতের সংখ্যা বাড়বে।’ কাওয়ার রাজ্য গভর্নরের অফিস থেকে হতাহতের ব্যাপারে কিছু জানানো হয়নি।