জ্যাক ডোরসে যা বলেছেন সম্পূর্ণ মিথ্যে, নিজের অপকর্ম ঢাকতে চাইছেন : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডোরসে-র বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। জ্যাক যে অভিযোগ করেছেন, সেই অভিযোগ খারিজ করে অনুরাগ ঠাকুর বলেছেন, “তিনি যা বলেছেন, তা নির্লজ্জ মিথ্যা। জ্যাক ডোরসি বছরের পর বছর ঘুমের পর জেগে উঠেছেন এবং নিজের অপকর্ম ঢাকতে চাইছেন।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, “টুইটার যখন অন্য একজন কিনে নেয়, তখন ‘টুইটার ফাইলস’-এ প্রকাশ করা হয় কীভাবে প্ল্যাটফর্মের অপব্যবহার করা হচ্ছে। জ্যাক ডোরসি এখনও পর্যন্ত সেই উত্তর দিতে পারেননি কারণ তিনি উন্মোচিত হয়েছিলেন… ভারতে নির্বাচন এলে বেশ কিছু বিদেশী শক্তি জেগে ওঠে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *