বিজেপি সুরমা মন্ডলের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷  লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার সুরমা মন্ডল এবং কমলপুর মন্ডলে সংযুক্ত মোর্চার দুইটি বড় সম্মেলন সংগঠিত হয়৷  মঙ্গলবার সালেমা কমিউনিটি হলে আয়োজিত সংযুক্ত মোর্চার সম্মেলনে ৭টি মোর্চার তরফ হইতে ২ শতাধিক কার্যকর্তা অংশগ্রহণ করেন৷প্রধান অতিথির ভাষনে কিষান মোর্চার প্রদেশ সভাপতি  জওহর  সাহা আগামী দিনে ভারতবর্ষের প্রভূত  উন্নয়নের জন্য আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করে  সংগঠনকে মজবুত করার জন্য সকল স্তরের কার্যকর্তাদের ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান৷ রাজ্যের  মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর  মানিক সাহা এবং প্রদেশ সভাপতি  রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে সমস্ত স্তরের কার্যকর্তাদের নিষ্ঠা এবং সততা নিয়ে কাজ করার জন্য আবেদন রাখেন তিনি৷ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা পরিতোষ পাল , মন্ডল সভাপতি সন্তোষ দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ও কৃষক নেতা সুজিত বিশ্বাস, বিএসসির চেয়ারম্যান বিমল দেববর্মা সহ বিভিন্ন মোর্চার মন্ডল সভাপতি গন এবং কিষান মোর্চার প্রদেশ কমিটির আইটি ইনচার্জ আশীষ  রায় সহ বিভিন্ন স্তরের কার্যকর্তারা৷
কমলপুর সংযুক্ত মোর্চার সভা অনুষ্ঠিত হয় কমলপুর টাউন হলে উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক  মনোজ  কান্তি  দেব ,  প্রধান অতিথি হিসেবে কিষান মোর্চার বিশেষ সভাপতি  জওহর সাহা৷  বক্তব্যে জনগনের সাথে প্রত্যেক কার্যকর্তাদের  সততা ও নিষ্ঠা নিয়ে কাজ  করার অনুরোধ রাখেন৷মোদি জীর নেতৃত্বেই একশ চল্লিশনকোটি ভারতবাসীর প্রভূত উন্নতি সম্ভব৷ গত ৯ বছরে মোদিজীর সফল নেতৃত্বের কারণেই ভারতবর্ষের সর্বস্তরের জনগণের উন্নতি সম্ভব হয়েছে৷ আগামী দিনেও ভারতবর্ষের মানুষের এই অগ্রগতিকে অব্যাহত রাখার স্বার্থে মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দরকার৷ এ লক্ষ্য নিয়ে  কার্যকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার জন্য আবেদন রাখেন  জহর সাহা৷  সমস্ত মোর্চার মন্ডল সভাপতি ছাড়া ও জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ববৃন্দ বত্তৃণতা রাখেন৷  সভায় সভাপতিত্ব করেন কমলপুরনগর পঞ্চায়েতের চেয়ারম্যানএবং কমলপুর মন্ডল কমিটির সভাপতি শ্রী প্রশান্ত সিনহা ৷ সালেমা সংযুক্ত মোর্চার সম্মেলনে সভাপতিত্ব করেন   সুনিল দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *