ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।।মারা গেলেন রাজ্য ভারোত্তোলন সংস্থার সহ সভাপতি সুনীল কান্তি ধর। মঙ্গলবার ভোরে বিলোনিয়ার রাধানগরে নিজ বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিলো৬৯ বছর। মৃত্যু কালে স্ত্রী ও ছেলেকে রেখে গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন জি বি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার জি বি থেকে বাড়ি ফিরেছিলেন। রাজ্য ভারোত্তোলন সংস্থার পক্ষ থেকে শোক জানানো হয়। রাজ্য সংস্থার সচিব দুলাল কর্মকার ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
2023-06-13