সুইমিং পুলে ডুবে মৃত্যু আইআইটি আইএসএমের সহকারী অধ্যাপকের

ধানবাদ, ১৩ জুন (হি. স.) : সুইমিং পুলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে ধানবাদ আইআইটি আইএসএম-এর সহকারী অধ্যাপকের ।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি তার বন্ধুদের সাথে আইআইটি আইএসএম ক্যাম্পাসের সুইমিং পুলে স্নান করতে গিয়েছিলেন। স্নান করার সময় সুইমিং পুলে ডুবে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আইআইটি আইএসএম-এর মাইনিং বিভাগের সহকারী অধ্যাপক যশবন্ত উজালা (৪০), প্রতিদিনের মতো সকাল সাড়ে আটটা নাগাদ বন্ধুদের সঙ্গে আইআইটি আইএসএম ক্যাম্পাসে অবস্থিত সুইমিং পুলে স্নান করতে গিয়েছিলেন। তখনই তিনি ডুবে যান। তার বন্ধুরা দেখতে পেয়ে সুইমিং পুলে নেমে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় সুইমিং পুলের বাইরে নিয়ে আসে। এরপর তাকে আইআইটি আইএসএম-এর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানবাদের এসএনএমএমসিএইচ-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তথ্য অনুযায়ী, নিহত সহকারী অধ্যাপক যশবন্ত উজালা মূলত ওড়িশার বাসিন্দা, বর্তমানে তার পরিবার কলকাতার বাসিন্দা। মৃত্যুর খবর তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে।