দরং (অসম), ১৩ জুন (হি.স.) : দরং জেলার অন্তর্গত ওরাং জাতীয় উদ্যানের ১ নম্বর কছারি ভেটিটুপ গ্রামের কাছে জনৈক বনরক্ষীর মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত বনরক্ষীকে জনৈক ওমেদ আলি বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ওরাং জাতীয় উদ্যানে টহলদারী ক্যাজুয়েল বনরক্ষী ওমেদ আলির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্ৰ করে এলাকা জুড়ে তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ক্যাজুয়েল বনরক্ষীর বাড়ি দলগাঁওয়ের ১ নম্বর কছারি ভেটিটুপ গ্রামে। মৃত ব্যক্তির বয়স প্রায় ৩৭ বছর বলে জানা গেছে।
ইতিমধ্যে বনরক্ষীর মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন বন দফতর এবং পুলিশ ও সাধারণ প্রশাসনিক আধিকারিকের দল। তাঁরা ওমেদ আলির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দরঙে সরকারি হাসপাতালে পাঠিয়েছেন। ময়না তদন্তের পর স্পষ্ট হবে ওমেদ আলির মৃত্যুর আসল কারণ, জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার।

