নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ নেশায় আসক্ত স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মঘাতী স্ত্রী৷ ঘটনা মোহনপুরের রাঙ্গুটিয়া এলাকায়৷ রবিবার চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয় অগ্ণিদগ্দ গৃহবধূ স্বপ্ণা সরকারের৷ সোমবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ৷ জানা যায় ২৪ বছর আগে বিশু সরকারের সাথে বিয়ে হয় স্বপ্ণা সরকারের৷ সামাজিক ভাবেই তাদের বিয়ে দেওয়া হয়৷ বিয়ের কিছু বছর ভাল চললেও গত ১৪ বছর যাবত স্ত্রীর উপর অকথ্য নির্যাতন চালাত স্বামী বিশু সরকার৷ পেশায় দৈনিক শ্রমিক প্রায়শই মদমত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধোর করত৷ এদিকে স্বামীর চাহিদা মত সমস্ত কিছু দেয় শ্বশুরবারির লোকেরা৷ কিন্তু তাতেও আশ মেটেনি৷ নির্যাতনের মাত্রা বারলে বাপের বাড়িতে চলে যেত স্বপ্ণা৷ পরে স্বামী ক্ষমা চেয়ে আবার ফিরিয়ে আনতেন৷ এদিকে গত ৯ জুন নির্যাতনের মাত্রা বাড়লে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্বপ্ণা৷ জিবিতে আনা হলে রবিবার মৃত্যু হয়৷
2023-06-12