অমরাবতী, ১২ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার অনন্তপল্লী গ্রামে লরি ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন একই পরিবারের ৬ জন সদস্য। যাত্রীবোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে। আর তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে দুই মহিলা ও একটি শিশু রয়েছে। বিজওয়াড়া থেকে রাজামুন্দ্রি যাচ্ছিলেন সকলে।
পুলিশ জানিয়েছে, হাইওয়ের ওপর থেকে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি, সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় গাড়িটি ভেঙে তুবড়ে যায়। মৃত্যু হয়েছে দুই মহিলা, দুই বছরের একটি শিশু-সহ ৬ জনের। লরিটি আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত, জানিয়েছে পুলিশ।

