আগরতলা, ১২ জুন(হি.স) : চাকুরি নিয়মিতকরণ করা এবং বকেয়া বেতন প্রদানের দাবিতে জি বি হাসপাতালের মেডিকেল সুপারের নিকট চুক্তিভিত্তিক স্টাফ নার্সরা ডেপুটেশনে মিলিত হয়েছেন।
জনৈক নার্সের অভিযোগ, করোনাকালে ত্রিপুরা সরকার ১৬০ জন স্টাফ নার্সদের কুড়ি হাজার টাকার বিনিময়ে নিয়োগ করেছিল। পরবর্তী সময়ে সরকার তাঁদের চাকুরির মেয়াদ তিন মাসের জন্য বৃদ্ধি করেছে। কিন্তু তিন মাসের বকেয়া টাকা প্রদান না করে আরও দুই মাসের জন্য চাকুরির মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই তারা আজ সকালে জি বি হাসপাতালে মেডিকেল সুপারের নিকট ডেপুটেশন মিলিত হয়েছেন। তাঁদের দাবি, বকেয়া টাকা প্রদান করে চাকুরির মেয়াদ বৃদ্ধি করা হোক।
তাঁদের আরও অভিযোগ, মাত্র এক দুই মাসের নিয়োগের ফলে তাঁরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। তাই তাঁদের আরো দাবি, এক দুই মাসের জন্য নিয়োগের বদলে টানা ১১ মাস অথবা নিয়মিত করা হোক।