নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ রবিবার সকালে বটতলা সুপারমার্কেটে এ এস প্রাইভেট সিকিউরিটি সার্ভিস লিমিটেডের চৌদ্দ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এস প্রাইভেট সিকিউরিটি সার্ভিস লিমিটেড তাদের চৌদ্দতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে৷ কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ এছাড়া মুখ্যমন্ত্রীর ত্র াণ তহবিলে অর্থ দান ও অন্যান্য নানা সামাজিক কর্মসূচিও পালন করা হবে৷ রবিবার বটতলা সুপার মার্কেট প্রাঙ্গনে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ চারটি বিভাগের প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে৷ সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে এ এস প্রাইভেট সিকিউরিটি সার্ভিস লিমিটেড এর তরফ থেকে জানানো হয়েছে৷
2023-06-11