রাশিয়া ও কমনওয়েলথ দেশগুলিতেও মুক্তি পাবে ‘পাঠান’

বলিউডের আর পাঁচটা সিনেমার মত মুক্তি পেয়েই হারিয়ে যায়নি ‘পাঠান’ । বাংলাদেশের পর এবার রাশিয়া ও কমনওয়েলথ দেশগুলিতে তিন হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে স্পাই থ্রিলার ‘পাঠান’। সেই কারণে ইতিমধ্যেই রাশিয়ান ভাষায় ডাবিংও শুরু হয়ে গেছে। এর আগে কোনও ভারতীয় ছবি এতো ব্যাপক আকারে বিশ্বে ছড়িয়ে পড়েনি। জানা গিয়েছে, আগামী ১৩ জুলাই ৩ হাজারের ও বেশি পর্দায় ফের মুক্তি পাবে ‘পাঠান’,

ছবির সাফল্যে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, “আমি আপ্লুত।ধন্য। এখনও ইতিহাস গড়ছে পাঠান। এসব আচমকা ঘটে যায়। আগের থেকে কোনও প্ল্যান করা থাকে না। আমাদের ছবিকে এত ভালবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সিনেমা সবসময় দেশ, সংস্কৃতি এবং জাতিগত দ্রুত কমিয়েছে।মানুষকে মুগ্ধ করেছে।” তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সিনেমার নির্দিষ্ট কোনও ভাষা হয় না। সিনেমার আবেগটাই বড়। মানুষের হৃদয় ছুঁয়ে ফেলতে পারলেই কেল্লা ফতে।’

প্রসঙ্গত, চার বছর পর ‘পাঠান’ দিয়েই পর্দায় প্রত্যাবর্তন করেছেন শাহরুখ। এমন বিপুল জনপ্রিয়তা নায়কের জীবনেও বড় প্রাপ্তি। গুপ্তচর চরিত্রে দর্শকের হৃদয়ে নাড়া দিয়েছেন ‘বাদশা’। সেই সঙ্গে নায়িকা দীপিকা পাড়ুকোনের অভিনয়ও মন ছুঁয়েছে অনুরাগীদের। শাহরুখের পাশে আর এক নায়ক সলমন খানের স্বল্প উপস্থিতি এ ছবিকে অন্য মাত্রা দিয়েছে। সব মিলিয়ে জমজমাট থ্রিলারটি আন্তর্জাতিক দর্শকের কাছে সমাদৃত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *