ড্রেন থেকে গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১০ জুন (হি.স.) : রাস্তার পাশে ড্রেন থেকে এক গাড়ির চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার আগরতলায় পশ্চিম প্রতাপগড় ঠাকুরপল্লী রোড এলাকায় ওই মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ মৃতদেহ দেখতে পেয়ে  সাথে সাথে এ ডি নগর থানায় খবর পাঠিয়েছে। গাড়ির মালিকের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের মা জানিয়েছেন, পশ্চিম প্রতাপগড় ঠাকুরপল্লী রোড এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন অজিত দাস। ওই পাড়াতেই অন্য একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁর মা। অজিত দাস পেশায় গাড়ি চালক ছিলেন। প্রতিদিন সকালে তাঁর মা ভাড়া বাড়িতে তাঁকে খাবার দিতে আসতেন। আজ সকালে তাঁকে খাবার দিতে গিয়ে ঘরে ছেলেকে দেখতে পাননি তিনি। পর্রবতী সময়ে স্থানীয় মানুষের কাছ থেকে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা।

গাড়ির মালিক জানিয়েছেন, গতকাল গভীর রাতে গাড়ি চালিয়ে ভাড়া বাড়ির সামনে আসেন অজিত দাস। রাতে তাঁরা একসাথে গাড়িতেই প্রচন্ড মদ্যপান করার পর আহার সারেন। তারপর অজিত দাসকে গাড়িতে রেখে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। এরপর কি ঘটেছে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। আজ সকালে স্থানীয় মানুষ রাস্তার পাশে ড্রেনে অজিতের মৃতদেহ দেখতে পেয়েছেন। প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানের ফলে ড্রেনে পড়ে মৃত্যু হয়েছে অজিতের। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *