হাজারীবাগ, ৯ জুন (হি. স.) : লজ থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করে ঝাড়খন্ডের কোরা থানার পুলিশ ।
শুক্রবার কোরা থানার ইনচার্জ উত্তম তিওয়ারি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জাবরার একটি লজ থেকে দেশীয় তৈরি পিস্তল এবং কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত অভিযুক্ত সুজিত কুমার করিয়তপুর থানার বারহীর বাসিন্দা।