দু ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, কম্পনের তীব্রতা ৩.৯

শ্রীনগর, ৯ জুন (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। শুক্রবার সকালে ৩.৯ তীব্রতা ভূমিকম্প অনুভূত হয় লাদাখে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার সকাল ১০.২৩ মিনিট নাগাদ ৩.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় লাদাখে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ছিল উপকেন্দ্র। মৃদু তীব্রতার এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কোথাও।