নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : পূর্ব মধ্য সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এতে সাগরের উপকূলীয় এলাকায় ধ্বংসলীলা হতে পারে। বৃহস্পতিবার ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) সর্বশেষ আপডেট অনুযায়ী, বিপর্যয় ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে এটি গোয়া থেকে প্রায় ৮৬০ কিলোমিটার দূরে। দক্ষিণ পশ্চিম মুম্বই থেকে ৯০০ কিমি। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই ঝড়ের কারণে জেলেদের আগামী পাঁচ দিন সাগরে না যেতে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সমুদ্রে যাওয়া জেলেদের দ্রুত ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছর আরব সাগরে তৈরি হওয়া প্রথম এই ঝড় দ্রুতই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷

