মুম্বই, ৮ জুন (হি.স.): ধীরে ধীরে শান্তি ফিরছে মহারাষ্ট্রের কোলহাপুরে। বৃহস্পতিবার এমনই দাবি করলেন কোলহাপুরের পুলিশ সুপার মহেন্দ্র পণ্ডিত। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কোলহাপুরে বুধবার কিছু হিন্দু সংগঠনের সদস্য এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দাঙ্গা, সরকারি সম্পত্তির ক্ষতি এবং বেআইনি সমাবেশের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিন সকালে এক সাংবাদিক সম্মেলনে কোলহাপুরের পুলিশ সুপার মহেন্দ্র পণ্ডিত বলেছেন, কোলহাপুর শহর ও জেলার পরিস্থিতি বুধবার বিকেলের পর থেকে স্বাভাবিক রয়েছে। ৪ সিআরপিএফ কোম্পানি, ৩০০ পুলিশ কনস্টেবল ও ৬০ জন অফিসার মোতায়েন রয়েছেন। এদিকে, কোলহাপুর বিক্ষোভের পর ঔরঙ্গজেবের কুশপুতুল পোড়ানোর জন্য মহারাষ্ট্র পুলিশ আইন ৩৭, ১৩৫-এর অধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা সন্দীপ দেশপান্ডে এবং অন্য ৪ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

