নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : বিহার এবং ঝাড়খণ্ডের সাতটি জায়গাতে তল্লাশি চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। ২০১৮ সালের সিপিআই (মাওবাদী) বা নকশাল, একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন নরেশ সিং ভোক্তার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই অভিযান চালায় বলে জানা গিয়েছে।
নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের ডাকা তথাকথিত ‘জন আদালতে’ (জনসাধারণের শুনানি) শীর্ষ নেতৃত্ব এবং নকশাল ক্যাডারদের পুলিশ ইনফর্মার হিসেবে চিহ্নিত করার পর ২০১৮ সালের ২ নভেম্বর রাতে ভোক্তাকে অপহরণ করে হত্যা করা হয়। বিহারের ঔরঙ্গাবাদ জেলার মদনপুর থানার বাধাই বিঘা গ্রামের কাছে তার মৃতদেহ পাওয়া যায়।
বুধবার এই মামলায় বিহারের গয়া ও ঔরঙ্গাবাদ জেলা এবং ঝাড়খণ্ডের পালামু জেলায় অভিযুক্ত ও সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে অভিযান চালানো হয়।
পাঁচজন ধৃত কমান্ডার এবং দুইজন সন্দেহভাজন ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স এবং নকশালদের সমর্থকদের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং এই তল্লাশিতে ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল ফোন এবং সিম কার্ড, অপরাধমূলক নথিপত্র সহ বাজেয়াপ্ত করা হয়েছে।