বিলম্বে হলেও কেরলে প্রবেশ করল বর্ষা, আপাতত মৌসুমী বায়ুর প্রভাব থাকবে দুর্বল

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দেশে বর্ষার আগমণ ঘটল। কেরলে মৌসুমী বায়ুর প্রবেশের ঘোষণ করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। সাধারণত ১ জুন কেরলে প্রবেশ করে থাকে বর্ষা। তবে এবার ৭ দিন দেরিতে ঢুকল বর্ষা। এদিকে বাংলাতেও শীঘ্রই বর্ষার আগমণ ঘটবে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। ৮ জুন, বৃহস্পতিবার দেশে প্রবেশ করল বর্ষা।

সাধারণত, ১ জুন কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করে যায়। তবে এবার দেরিতে ঢুকল বর্ষা। অবশ্য আইএমডি আগেই জানিয়েছিল, এবার বর্ষা দেরিতে প্রবেশ করবে দেশে। তবে তারা পূর্বাভাসে জানিয়েছিল, ১ জুনের বদলে ৪ জুন বর্ষার আগমন ঘটতে পারে। তবে আরব সাগরে ঘূর্ণিঝড়ের জেরে ৪ জুনও বর্ষার আগমন ঘটেনি দেশে। শেষে বৃহস্পতিবার মৌসুমী বায়ু প্রবেশ করল।
আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের অবশিষ্ট অংশ এবং মধ্য আরব সাগরের কিছু অংশ, সমগ্র লাক্ষাদ্বীপ এলাকা, কেরলের বেশিরভাগ অংশ, দক্ষিণ তামিলনাড়ুর বেশিরভাগ অংশ, কমোরিন এলাকার অবশিষ্ট অংশ, মান্নার উপসাগর এবং দক্ষিণ-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে। ১ জুনের পরিবর্তে ৮ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করেছে। বর্ষা প্রবেশ করলেও আপাতত মৌসুমী বায়ুর প্রভাব থাকবে দুর্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *