ভারতের স্বাস্থ্য পরিকাঠামোকে সংশোধন করেছে মোদী সরকার : অমিত শাহ

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): ভারতের স্বাস্থ্য পরিকাঠামোকে সংশোধন করেছে মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিগত ৯ বছরে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে প্রযুক্তির রূপান্তরকারী শক্তিকে কাজে লাগিয়েছেন মোদীজি।

বৃহস্পতিবার টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ভারত এমন একটি ভবিষ্যৎকে আলিঙ্গন করেছে যেখানে স্বাস্থ্যসেবা আর কোনও বিশেষাধিকার নয়। বিগত ৯ বছরে ভারত নিজস্ব স্বাস্থ্য পরিকাঠামোকে প্রাথমিক থেকে তৃতীয় স্তর পর্যন্ত সংশোধন করেছে এবং দরিদ্রদের জন্য ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করেছে।

অমিত শাহ অপর একটি টুইটে জানান, বিগত ৯ বছরে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে প্রযুক্তির রূপান্তরকারী শক্তিকে কাজে লাগিয়েছেন মোদীজি। কোভিড ভ্যাকসিনেশন হোক অথবা টেলিমেডিসিন হোক, কিংবা হাসপাতালের রেজিস্ট্রেশন হোক অথবা স্বাস্থ্যের রেকর্ড প্রাপ্যতা হোক, স্বাস্থ্যসেবা এখন নাগরিকদের নখদর্পণে।