বরাক উপত্যকা সফরে আসাম প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরূপ কুমার মিশ্র


করিমগঞ্জ (অসম), ৮ জুন (হি.স.) : তিন দিনের অনুষ্ঠানসূচি নিয়ে বরাক উপত্যকা সফরে আসছেন আসাম প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরূপ কুমার মিশ্র। বরাক উপত্যকায় থাকা কালে তিনি তিনটি অনুষ্ঠানে যোগদান করবেন। তিনটি অনুষ্ঠানই বিশ্ব পরিবেশ দিবস(২০২৩) উদ্ যাপনে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শুক্রবার – শিলচরের গুরুচরণ কলেজে। অনুষ্ঠানটি যুগ্মভাবে আয়োজন করছে সায়েন্স ট্রায়াল অর্গানাইজেশন(শিলচর) ও গুরুচরণ কলেজ। প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানে অধ্যাপক মিশ্রর বক্তব্যের বিষয় – “বহনক্ষম উন্নয়ন : বেঁচে থাকার সর্বশেষ সংগ্রাম”। অধ্যাপক মিশ্রর দ্বিতীয় অনুষ্ঠান আয়োজিত হবে ১০ জুন। দ্বিতীয় অনুষ্ঠানটি যুগ্মভাবে আয়োজন করছে চারণিক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, লায়ন্স ক্লাব (করিমগঞ্জ), মহর্ষি বিদ্যামন্দির(করিমগঞ্জ) এবং করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারী স্কুল অব্ সায়েন্স(করিমগঞ্জ)। অনুষ্ঠান আয়োজিত হবে মহর্ষি বিদ্যামন্দির(করিমগঞ্জ) প্রেক্ষাগৃহে। দ্বিতীয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য বক্তা হিসাবে অধ্যাপক মিশ্রর বক্তব্যের বিষয় – “জলবায়ু পরিবর্তন প্রশমন : আমাদের প্রত্যেকের করণীয়”।

উপত্যকায় আসাম প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদ সভাপতির এ সফরের সর্বশেষ অনুষ্ঠান ১১ জুন। অনুষ্ঠান আয়োজিত হবে শ্রীগৌরী(বদরপুর) অঞ্চলে অবস্থিত খাইরুন নেসা বেগম মহিলা মহাবিদ্যালয়ে। আয়োজক আসাম বিজ্ঞান সমিতি, করিমগঞ্জ শাখা। প্রধান অতিথি হিসাবে সর্বশেষ এই অনুষ্ঠানে অধ্যাপক মিশ্রর বক্তব্যের বিষয় – “আসামে বর্জ্য ব্যবস্থাপনা : প্রত্যাহ্বান এবং সম্ভাবনা”। এদিনের অনুষ্ঠান শেষে, আসাম বিজ্ঞান সমিতি, করিমগঞ্জ শাখার ব্যবস্থাপনায় পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে করিমগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হবেন আসাম প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদের সভাপতি। তাঁর সম্মানে আসাম বিজ্ঞান সমিতি, করিমগঞ্জ শাখা আয়োজিত এদিনের নৈশ ভোজেও তিনি যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *