শান্তিরবাজার, ৮ জুন (হি. স.) : বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমায় দেবীপুর এডিসি ভিলেজের উজান লাউগাং জুম চাষে গিয়ে বজ্রপাতে শৈলেন্দ্র রিয়াং(৩৩)-র মৃত্যু হয়েছে।
শান্তিরবাজার থানার এসআই সুজিত সরকার জানিয়েছেন, আজ দুপুরে বৃষ্টির সময়ে জুম চাষ করছিলেন ওই যুবক। তখনই বজ্রপাত হয়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন। তিনি বলেন, মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তাঁর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
2023-06-08

