আগরতলা, ৮ জুন (হি.স.) : উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে উইকেন্ড টুরিস্ট হাব বানানোর পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা সরকার। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন,পর্যটন দপ্তর মন্ত্রিসভার বৈঠকে প্রতি সাপ্তাহে শনি ও রবিবার বিকাল চারটে থেকে রাত্র নটা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক ও অন্যান্য প্রদর্শনীর আয়োজনের প্রস্তাব দিয়েছিল। মন্ত্রিসভা ওই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সে মোতাবেক ওই সময়ে উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখভাগে ছোট পার্ক থেকে জ্যাকসন গেট ও রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণ এবং মহিলা কলেজের সামনে পর্যন্ত নো এন্ট্রি থাকবে। ওই রাস্তা দিয়ে তখন জরুরি পরিষেবা ব্যতিত কোনো প্রকারের যানবাহন চলাচল করতে পারবে না। পর্যটকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।
এদিন তিনি আরও জানান, আগরতলা পুর নিগমের সাথে আলোচনার মাধ্যমে সেখানে বিভিন্ন খাবারের স্টল দেওয়া হবে। পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পোশাক থাকবে, যা পরিধান করে ছবি তুলতে পারবেন পর্যটকরা। মূলত ত্রিপুরাবাসী ও পর্যটকরা শনি ও রবিবার বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত আনন্দে মেতে উঠতে পারেন সেই পরিবেশ গড়ে তোলা হবে, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।
2023-06-08