পরিস্থিতি অনুকূল, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই বর্ষার আগমণ হতে পারে কেরলে

নয়াদিল্লি ও তিরুবনন্তপুরম, ৭ জুন (হি.স.) : প্রতীক্ষিত সময় এসে গিয়েছে, তাও ভারতে বর্ষার আগমণ হয়নি। জুনের গরমে নাজেহাল গোটা দেশ। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। চাঁদিফাটা রোদে টেকা দায়! এই অস্বস্তিকর গরমে বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে সকলে। এর মধ্যেই এবার বর্ষা আগমণের সুখবর জানাল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।

বুধবার ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতি অনুকূল, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেরলে বর্ষা আগমণের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আইএমডি আগেই জানিয়েছিল, চলতি বছরে দেশে বর্ষা স্বাভাবিক হবে। কিন্তু, সময় এসে গেলেও বর্ষার দেখা মেলেনি। তার ওপর মাত্রাতিরিক্ত গরমে হাঁসফাঁস অবস্থা গোটা দেশবাসীর। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানাল, ৪৮ ঘন্টার মধ্যে বর্ষার আগমণ হতে পারে কেরলে। দেশে বর্ষা আসার স্বাভাবিক সময় জুন মাস। ১ জুন কেরলে প্রথম বর্ষা ঢোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *