নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ তেলিয়ামুড়া শহরে বনেদি ক্লাব গুলির মধ্যে বুলেট ক্লাব অন্যতম হিসেবে পরিচিত৷ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবসকে সামনে রেখে বুলেট ক্লাবের কর্তৃপক্ষ সারা জাগানো কর্মসূচি হাতে নেওয়া হয়৷ কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার বুলেট ক্লাব সংলগ্ণ সর্বময়ী কালীবাড়িতে বৃক্ষ রোপন কর্মসূচির শুরু পাত হয় এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায় এর হাত ধরে৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, খোয়াই জেলা বন আধিকারিক অক্সয় ভোরদে, তেলিয়ামুরা ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ, বুলেট ক্লাবের নবনির্বাচিত সম্পাদক পার্থসারথি রায়, ক্লাবের সভাপতি সুখেন্দু বিকাশ দাস সহ অন্যান্যরা৷ এই অনুষ্ঠানে প্রথম বৃক্ষরোপন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়৷ এই সর্বময়ী কালিবাড়ি স্থানে রকমারির বৃক্ষ রোপন করা হয় এদিনে অনুষ্ঠানে থাকা গুণীজনদের হাত ধরে৷ সংবাদের জানাজায়,, এই বৃক্ষরোপণ অনুষ্ঠান বুলেট ক্লাব কর্তৃপক্ষ বড় পরিসরে করে৷ দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হয় তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটে এবং ২২ঘড়িয়া এলাকায়৷
2023-06-05