পরোক্ষভাবে রেলমন্ত্রীর ইস্তফা চাইলেন নীতীশ, আবার বললেন আমি কোনও মন্তব্য করব না

পাটনা, ৫ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার জন্য পরোক্ষভাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ইস্তফা চাইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আবার এটাও বলেছেন যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ করা উচিত, কি-না, সে বিষয়ে তিনি মন্তব্য করবেন না।

গত শুক্রবার সন্ধ্যায় তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ওডিশার বালেশ্বরে। প্রাণ হারিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। এরই প্রেক্ষিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, “আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। আমি অবিলম্বে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে আমার পদত্যাগপত্র গ্রহণ করতে বলেছিলাম। আগে রেলের বাজেট আলাদাভাবে পেশ করা হত, কিন্তু এই নতুন সরকার আলাদা রেল বাজেট বাতিল করেছে… রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করবেন, কি করবেন না, সে বিষয়ে আমি মন্তব্য করব না।”
এদিকে, ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউতও। তিনি বলেছেন, “তাঁরা (সরকার) ‘কবচ’ নিয়ে কথা বললেও, সেখানে তা দেখা গেল না। তাঁরা শুধুমাত্র মিথ্যা আশ্বাস দেয়… মাধবরাও সিন্ধিয়া এবং লাল বাহাদুর শাস্ত্রী নৈতিক ভিত্তিতে পদত্যাগ করেছেন। এটা কী সরকার ও রেলমন্ত্রীর দায় নয়?” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *