নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ উত্তরের যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের পালগাঁও – এ আর্যভট্ট ন্যাশনাল ইউনিভার্সিটি স্থাপন হতে যাচ্ছে৷ তার কাজ চলছে জোর গতিতে৷এই কাজের ফলে সেই এলাকায় প্রচুর গাছ কাটা পড়েছে৷ তাই সোমবার আর্য ভোট ন্যাশনাল ইউনিভার্সিটি দায়িত্বে থাকা কর্মকর্তারা সেই এলাকায় একলক্ষ গাছের চারা রোপন করার পরিকল্পনা হাতে নেয়৷ উপস্থিত ছিলেন ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলীনা দেবনাথ , ৫৭ যুবরাজ নগর ব্লক এর চেয়ারম্যান শ্রীপদ দাস, আর্যভট্ট ন্যাশনাল ইউনিভার্সিটির কর্মী সহ অন্যান্যরা৷ প্রাক্তন বিধায়িকা বলেন এই ইউনিভার্সিটির কাজ করার ক্ষেত্রে স্থানীয় কিছু মানুষের দ্বারা বিভিন্নভাবে সমস্যা হচ্ছে৷ সেই সমস্যার সমাধান হয়ে যাবে৷ এই এলাকায় প্রতিষ্ঠানটি হলে মান উন্নয়ন ঘটবে৷
2023-06-05