ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়ন ইস্যু এখনো আইনি বেড়াজালে। আজ, সোমবার শুনানির দিন ধার্য ছিল। মহামান্য আদালতে সবকিছু ঠিকঠাক ভাবে পরিচালিত হলেও অনিবার্য কারণেই বিচারক পুনরায় ২১ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। স্বাভাবিক কারণেই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের আসন্ন গভর্নিং বডির বৈঠকে বিষয়টা বিচারাধীন বলেই অন্য এজেন্ডার দিকে আলোচনায় যেতে হবে। উল্লেখ্য, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী ৭ জুন। ওই দিন সন্ধ্যা ছয়টায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস কক্ষে আয়োজিত বৈঠকে আসন্ন সি-ডিভিশন, বি-ডিভিশন এবং এ-ডিভিশন ফুটবল লীগ নিয়ে সামগ্রিক আলোচনা হবে। এছাড়া ওই বৈঠকে ২০২২-২৩ এর এ-ডিভিশন লীগ চ্যাম্পিয়ন নিয়ে সদস্যদের অনেকেই জানতে চাওয়ার কথা ছিল। বিচারাধীন বিষয়ের সর্বশেষ স্ট্যাটাস ইতোমধ্যে অনেকেই অবগত হয়েছেন। বলা বাহুল্য, বৈঠকে গভর্নিং বডির সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।
2023-06-05