আগরতলা, ৫ জুন (হি.স.) : ত্রিপুরায় ২৫ বছরের শাসনকাল সমাপ্ত হওয়ার পর সিপিএমের বিপর্যয় নেমে এসেছে।মাত্র পাঁচ বছরে তারা বিরোধী দলের তকমাও হারিয়েছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এভাবেই সিপিএম–কে বিঁধলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সাথে তিনি যোগ করেন, মাত্র পাঁচ বছরে সিপিএম ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে শূন্যে নেমে গেছে।
তাঁর কথায়, বাম আমলে ত্রিপুরা আত্মহত্যায় প্রথম স্থানে ছিল। বিষয়টি নিয়ে বিধানসভায় বহুবার আলোচনা করা হয়েছিল। বামেদের এবিষয়ে প্রশ্ন করা হলে তাঁদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
তাঁর দাবি, ত্রিপুরায় বাম আমলে কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সূচনাকালে ভারতীয় সংস্কৃতি অবলম্বন করে যাত্রা হতো না। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সারা দেশে ব্যাপক পরিবর্তন হয়েছে। মোদীর শাসনকালে উত্তর পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ত্রিপুরায় ব্যাপক উন্নয়ন হয়েছে।বিজেপির অবস্থান পরিবর্তন হলে ত্রিপুরায় বেহাল দশায় পরিণত হবে।
তাঁর কটাক্ষ, সন্ত্রাসের অপর নাম কমিউনিস্ট পার্টি। এয়োদশ বিধানসভার ফলাফল ঘোষণার দিন বিজেপির এক কার্যকতাকে খুন করা হয়েছে। ২৫ বছর ত্রিপুরায় সন্ত্রাসের রাজত্ব ছিল। এত বছর তাঁরা ত্রিপুরায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছিল। এখনও সেই চেষ্টা জারি থাকবে এমনটা ভাবলে ভুল করবে। তিনি বলেন, ২৫ বছরের শাসনকাল সমাপ্ত হওয়ার পর মাত্র পাঁচ বছরে সিপিএমে বিপর্যয় নেমে এসেছে। এখন তাঁরা বিরোধী দলের তকমাও হারিয়েছে।তাছাড়া এখন স্বশাসিত জেলা পরিষদের আসন সংখ্যা এখন শূন্যে নেমে গেছে।

