ত্রিপুরায় গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের নির্মাণ : খাদ্যমন্ত্রী

আগরতলা, ৫ জুন (হি.স.): ত্রিপুরায় গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সাব্রুমের শ্রীনগর সীমান্ত এলাকায় ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ করা হয়েছে।আজ খাদ্য গুদামের উদ্বোধন  অনুষ্ঠানে এমটাই দাবি করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
শ্রী চৌধুরীর কথায়, ত্রিপুরায় জনজাতি এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করে মসৃণতর করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে চলেছে। এই খাদ্য গুদামটি নির্মিত হওয়ার ফলে শ্রীনগর সীমান্ত  এলাকার সকল অংশের মানুষ উপকৃত হবেন।
এদিন তিনি বলেন, ওই খাদ্য গুদামে চাল সহ সব ধরণের খাদ্যশস্যই এখানে সংরক্ষণ যাবে। তাছাড়া ওই গুদাম থেকে আটটি নার্য্য মূল্যের দোকানে বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হবে।
তাঁর দাবি, ত্রিপুরা সরকার গনবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি সারা রাজ্যে খাদ্যের মজুদ বৃদ্ধি করার লক্ষ্যে ওই খাদ্য গুদাম নির্মাণ করেছে। গোটা সাব্রুম মহকুমায় খাদ্যশস্যের মজুদ বৃদ্ধিতে এই নতুন খাদ্য গুদামটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করে বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *