গুজরাটের জামনগরে বোরওয়েলে পড়ে আড়াই বছরের মেয়ের মৃত্যু

জামনগর, ৪ জুন (হি.স.) : গুজরাটের জামনগর জেলার তামাচান গ্রামে শনিবার সকালে বোরওয়েলে পড়ে আড়াই বছরের এক মেয়ের মৃত্যু হয়েছে। প্রায় ২১ঘণ্টা পর রবিবার সকালে মেয়েটিকে বোরওয়েল থেকে বের করা সম্ভব হয়। এরপর তাকে জামনগরের জিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তমাচান গ্রামের খামার মালিক গোবিন্দভাই জানান, খামারের বোরওয়েল খোলা ছিল না। সেখানে একটি পাথর রাখা হয়েছিল, যা সেখানে খেলা ৫-৬ শিশুরা অপসারণ করে। চিফ ফায়ার অফিসার কে কে বিষ্ণোই জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে জামনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের দমকল দল এবং কালভাদের দমকল দল সকাল ১১.৩০টা থেকে ত্রাণ ও উদ্ধার কাজে নেমে পড়ে। এরপরই উদ্ধার কাজে নেমে পড়ে সেনা ও এনডিআরএফ-এর দল। একটি প্রাইভেট পার্টি রোবটও আনা হয়েছিল। রাতভর অভিযান চালানো হয়। মেয়েটি প্রায় ৩৫ ফুট ভিতরে ছিল। এর পর তা বের করা হয়। উঠে আসার সময় ৫ ফুট দূরত্বে আটকে যায় সে। এরপর পাশে খুঁড়ে বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *