ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুন।। এমবিবি স্টেডিয়ামে বিশ্বখ্যাত ক্রিকেটারের পদচারন। ডাকনাম জুলু। মূল পরিচিতি ল্যান্স ক্লুজনার। এম বি বি স্টেডিয়ামের আত্মকথনে আজকের দিনটা নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে। উদ্দেশ্য যদিও খেলার জন্য নয়, তবে খেলা শেখানোর উদ্দেশ্যে ল্যান্স ক্লুজনার-এর এমবিবি স্টেডিয়ামে পা রাখার বিষয়টাও অন্ততপক্ষে রাজ্য ক্রিকেটের আঙিনায় ঐতিহাসিক পটভূমিকা। কার মনে সাধ জেগেছে, কাদের মনোবাসনা বাস্তবায়িত হচ্ছে, কোষাগার থেকে কত অর্থ বেরুবে, আখেরে রাজ্য ক্রিকেটের কতটুকু উন্নতি হবে। সেগুলোর উত্তর সময়েই মিলবে। কিছু পেতে গেলে অবশ্যই কিছু ঝুঁকি নিতে হয়। তা যেমন সত্য, তেমনি আজ ল্যান্স ক্লুজনার যখন এমবিবি স্টেডিয়াম চষে বেড়াচ্ছেন, সরেজমিনে প্রতিটি ইউনিট ঘুরে ঘুরে দেখছেন, শিক্ষার্থী ছেলে-মেয়ে থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ পর্যন্ত নিজস্বী তোলার ক্ষেত্রে প্রত্যেকের স্বাদ মিটিয়েছেন। মোটকথা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের আহবানে সাড়া দিয়ে ত্রিপুরা ক্রিকেটের হেড অফ দ্য কোচের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে আগত বিশ্বখ্যাত প্রাক্তন ক্রিকেটার এবং কোচ ল্যান্স ক্লুজনার। কর্মকর্তাদের সঙ্গে কথা অনুযায়ী আজ, রবিবার এমবিবি স্টেডিয়ামের উইকেট, আউটফিল্ড, ইনডোর, জিম এমনকি সদ্য নির্মিত অলটাইম প্র্যাকটিস শেড এবং হোস্টেল পরিকাঠামো থেকে শুরু করে সমস্ত কিছুই সরেজমিনে দেখেছেন। আগামীকাল দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সকল কোচদের নিয়ে বসবেন। একসময় হয়তো মীট দ্য প্রেস-এ সময় দেওয়ারও অভিপ্রায় রয়েছে। অতঃপর নির্দিষ্ট কিছু পদ্ধতি অনুযায়ী প্র্যাকটিস সিডিউল তৈরি করবেন। আগামীকাল অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটারদের চলতি শিবিরে কোচিং টেকনিকে প্রথম নজর দেবেন। মাঠ পরিদর্শন কালে কথা প্রসঙ্গে ল্যান্স ক্লুজনার মূলতঃ এটাই বলতে চেয়েছেন: ছোট রাজ্য ত্রিপুরার, ছোট শহর আগরতলা থেকেই তিনি আইপিএল-এ, জাতীয় ক্রিকেট দলে, এমনকি আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে সার্থক রূপ দেওয়া যাবে।
2023-06-04