কালনা, ৪ জুন (হি. স.) : পূর্ব বর্ধমান থেকে উদ্ধার প্রায় ২৮টির মতো তাজা বোমা । রবিবার ভোরবেলা বোমাগুলি উদ্ধার হয়। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের আটঘরিয়া গ্রামের ফ্লাড সেন্টারের ঘটনা।
ভোট যত এগিয়ে আসছে বোমা উদ্ধারের সংখ্যা যেন বাড়ছে। রবিবার ভোরবেলা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের আটঘরিয়া গ্রামের ফ্লাড সেন্টারের একটি দোতলা বাড়ির বাথরুমের ভিতরে দু’টি প্লাস্টিকের প্যাকেটে বোমা গুলো রাখা ছিল। বোমাগুলি উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ বোমাগুলো উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডকে। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।