ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুন।। কৈলাশহর মহকুমায় সেরা সাচাক ক্লাব। অর্চন সিনহার অলরাউন্ড পারফরম্যান্সে সাচাক ক্লাব পরাজিত করে নবজাগরণ সংস্থাকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত বাসব স্মৃতি সিনিয়র ক্রিকেটে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে সাচাক ক্লাব ৬ উইকেটে পরাজিত করে নবজাগরণ সংস্থাকে। বিজয়ী দলের অর্চন সিনহা প্রথমে বল হাতে ৫ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে৫৯ রান করেন। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় অর্চনকে। রবিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় নবজাগরণ সংস্থা। প্রাথমিক বিপর্যয়ের পর দলের পক্ষে চালওয়ার হুসেন ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং স্বপ্নদ্বীপ ঘোষ ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৩৩ রান। সাচাক ক্লাবের পক্ষে অর্চন সিনহা (৫/২৫) এবং দেবপ্রসাদ সিনহা (২/১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে সাচাক ক্লাব ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার অর্চন সিনহা ৫৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, দেবপ্রসাদ সিনহা ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ (অপ:), শরদ বরণ সিনহা ৭ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ (অপ:) এবং রিচার্জ সিনহা ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। নবজারণ সংস্থার পক্ষে অভিজিৎ কলই (২/৩৯) সফল বোলার।
2023-06-04