সিপিএমে যোগ দিল মেটেলির ২০টি পরিবার, মানতে নারাজ তৃণমূল

চালসা, ৪ জুন (হি. স.) : ফের সিপিএমে যোগ দিল মেটেলির ২০টি পরিবার। রবিবার মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকার ডাঙ্গাপাড়ার ডেমধুরা এলাকায় ওই এলাকার ২০টি পরিবার তৃণমূল ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নেয় বলে সিপিএম নেতৃত্ব দাবি করেন।

এদিন দলে যোগদানকারীদের হাতে লাল ঝান্ডা পতাকা তুলে দেন সিপিআইএমের মেটেলি এরিয়া কমিটির সম্পাদক শফিরুদ্দিন আহমেদ, সারা ভারত কৃষক সভার মেটেলি থানা সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব।
এদিন ওই এলাকার বাসিন্দারা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বলেন, ‘এলাকায় তৃণমূল মানুষের উন্নয়ন করছে না। একশো দিনের কাজের টাকাও দেওয়া হচ্ছে না। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত সকলে।‘ এর প্রতিবাদেই এদিন তারা সিপিএমে যোগদান করেন।
যদিও এ বিষয়ে তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা বলেন, ‘ওই এলাকার বাসিন্দারা আগের থেকেই সিপিএমে ছিল। তৃণমূল থেকে পাঁচ-ছয়টি পরিবার যেতে পারে। হয়তো সিপিএম তাঁদের ভুল বুঝিয়েছে। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করে আবার তৃণমূলে নিয়ে আসব। কারণ উন্নয়ন একমাত্র তৃণমূলই করছে ও করবে।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *