হোজাই (অসম), ৩ জুন (হি.স.) : হোজাই জেলা সদরে জালনোট সহ গ্রেফতার করা হয়েছে দুই অবৈধ কারবারিকে। হোজাইয়ে লাগজারি পার্ক হোটেল হানা দিয়ে পুলিশ বমাল দুই জালনোট কারবারিকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দুই জাননোট কারবারিকে গ্রেফার করা হয়েছে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অসম পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার অধীক্ষক পল্লব তামুলির নেতৃত্বে পরিচালিত হয় অভিযান। ওই অভিযানে জালনোট সহ মুকুলকুমার শাহ এবং সুনীলকুমার সাওসারিয়া নামের দুজনকে ধরে পুলিশ। ধৃত দুজনের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয় জাল ১,১১,৫০০ এবং আসল নগদ ২,১৩,৯০০ টাকা। এছাড়া তাদের একটি চার চাকার গাডিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
জানা গেছে, ধৃত মুকুলকুমার শাহ এবং সুনীলকুমার সাওসারিয়া ডিব্ৰুগড় থেকে হোজাই এসেছিল। এখানে জালনোটগুলি হস্তান্তর করার কথা ছিল তাদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।