করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জখম বেশ কয়েকজন বাংলাদেশি, শোকপ্রকাশ হাসিনার

ঢাকা, ৩ জুন (হি. স.) : শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে দুর্ঘটনার শিকার হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, তিনটি বগি ছাড়া সমস্ত কামরাগুলি লাইনচ্যুত হয়েছে। রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬১ জন। ৯০০-র বেশি যাত্রী আহত। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন বলে খবর। প্রতিবেশী দেশের এত বড় দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় তিনি বলেন, ‘‘ওড়িশায় একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষে শতশত মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।” ভাল চিকিৎসার জন্য বাংলাদেশবাসীর অনেকেরই গন্তব্য কলকাতা এবং দক্ষিণ ভারত। তাঁদেরও কয়েকজন সফর করছিলেন দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসে। ভয়াবহ দুর্ঘটনায় তাঁদের কয়েকজন আহত হয়েছেন বলে খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার। দুর্ঘটনায় জখম বাংলাদেশিদের তথ্য জানতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন চালু করেছে হটলাইন। তার নম্বর ৯১৯০৩৮৩৫৩৫৩৩। এখানে হোয়াটসঅ্যাপ করেও খোঁজ মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *