৪৭ জন মহিলা ক্রিকেটারদের প্রি-সেশন ক্যাম্প শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।। মহিলা ক্রিকেটারদের নিয়ে প্রি-সেশন ক্যাম্প শুরু হবে আগামীকাল থেকে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। সারা রাজ্য থেকে প্রাথমিক বাছাইয়ের পর ৪৭ জন্য অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটারদের শিবিরে ডাকা হয়েছে। বাছাইকৃত ক্রিকেটারদের নাম ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক তাপস ঘোষ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। বাছাইকৃত ৪৭ জন মহিলা ক্রিকেটারদের আগামীকাল বেলা এগারোটায় এমবিবি স্টেডিয়ামে দায়িত্বপ্রাপ্ত কোচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। খেলোয়ারদের অবশ্যই ডিজিটাইজ বার্থ সার্টিফিকেট, আপডেট করা আধার কার্ড, প্যান কার্ড, ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক, ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট ক্যানসেল্ড চেক এবং জন্ম তারিখ উল্লেখিত স্কুল সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্টস অরিজিনাল বাধ্যতামূলক জমা দিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে। প্রি-সেশন ক্যাম্পের জন্য ডাক পাওয়া মহিলা ক্রিকেটাররা হলো: মোহনপুরের প্রিয়া সরকার, পারমিতা চক্রবর্তী, ভূমিকা নায়েক, তানিয়া দেব, রুপালী দাস, টিয়া রায়। সদরের বিজয়া ঘোষ, অদিতি ঘোষ, অস্মিতা দেবনাথ, অভিধা বর্ধন, দেবশ্রীতা চৌধুরী, তৃষা দেবনাথ, স্নেহা দেবনাথ, পুনন্দিতা দেবনাথ, লক্ষ্মী দেবনাথ, গিয়া মন্ডল, অর্পিতা দত্ত, অবন্তিকা ভৌমিক, তৃষ্ণা ছেত্রী, অনামিকা রুদ্র পাল, সনি কুমারী, দেবী সেন, স্নিগ্ধা সরকার, সোহাদ্রিতা দেব। শান্তির বাজারের রিফু দেববর্মা, অঙ্কিতা পাটারি অন্তরানি নোয়াতিয়া, রেশমি নোয়াতিয়া, অনিতা নোয়াতিয়া। বিশালগড়ের অস্মিতা দাস, পায়েল নম:, মৌমিতা সাহা। খোয়াইয়ের অদিতি দাস, মিনতি বিশ্বাস, নন্দিতা কর, খ্রিস্টিনা রেবা।

লংতরাইভ্যালির  তনুশ্রী সরকার। কমলপুরের অস্মিতা দাস। বিলোনিয়ার সায়ন্তিকা দাস। কৈলাশহরের স্নিগ্ধা দাস, স্বাতী সিনহা। ধর্মনগরের পৌলমী পাল, অর্পিতা দেবনাথ। তেলিয়ামুড়ার মন্দিরা দেবনাথ, বিউটি পাল, অস্মিতা দাস। সাব্রুমের দেবিকা ত্রিপুরা। শিবিরে সাপোর্ট পারসোন্যাল হিসেবে যারা থাকবেন কোচ শ্রাবণী দেবনাথ, কিশোর মুহুরী, ফিজিও হিরালী দেববর্মা, মিষ্টি দেব, ট্রেইনার সুখেন্দু দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *