কোকরাঝাড় (অসম), ৩ জুন (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও মহকুমার অসম-পশ্চিমবঙ্গ আন্তঃরাজ্য সীমান্তবর্তী শ্ৰীরামপুরের হারাপুটায় এবার ১ কোটি টাকার বেশি মূল্যের গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আজ শনিবার গোসাঁইগাঁও মহকুমার শিমুলটাপু থানা কর্তৃপক্ষ জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে ৩১ নম্বর (গ) জাতীয় সড়কের হারাপুটায় এনআরএল পেট্রোল ডিপোর সামনে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ১ কোটি টাকার বেশি মূল্যের গাঁজা।
জানা গেছে, জেএ ০২ এন ৭২৭৫ নম্বরের একটি ট্ৰাকে ইমামি কোম্পানির সরষে তেলের প্যাকেটের নীচে লুকিয়ে পাচার করা হচ্ছিল এই গাঁজাগুলি। গাঁজাগুলি ট্রাকের ক্যাবিনে গোপন চেম্বারে বোঝাই করে পাচার করা হচ্ছিল। গাঁজা পাচারের অভিযোগে ট্ৰাকের চালক ও সহ-চালক যথাক্ৰমে বিহারের প্ৰদীপ রাই এবং আনন্দ কুমারকে গ্ৰেফতার করা হয়েছে। পুলিশি জেরায় প্রদত্ত বয়ানে ধৃতরা নাকি জানিয়েছে, গাঁজাগুলি তারা গুয়াহাটির বৰ্ণিহাট থেকে বিহারের ভাগলপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।