ওড়িশার ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ বলিউডের তারকাদের

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.) : রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওড়িশার বালেশ্বর। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬১ জন। ৯০০-র বেশি যাত্রী আহত। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউড তারকারা। বলিউডের পরিচালক বিবেক অগ্নিহোত্রী থেকে অভিনেতা সলমন খান, করিনা কাপুর, পরিণীতি চোপড়া সহ বহু তারকা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন।

পরিচালক বিবেক অগ্নিহোত্রী টুইটারে লিখেছেন, ‘দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক। কীভাবে ৩টি ট্রেনের সংঘর্ষ হয়? কে দায় নেবে? সকল পরিবারের জন্য প্রার্থনা করছি। ওম শান্তি।’

অভিনেতা সলমন খান শোকপ্রকাশ করে টুইটে লিখেছেন, ‘দুর্ঘটনার কথা শুনে সত্যিই মর্মাহত, ঈশ্বর নিহতদের আত্মাকে শান্তি দিন, এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা থেকে রক্ষা করুন এবং আহতদের পরিবারকে শক্তি দিন।’
দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমারও। লিখেছেন, ‘ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলি হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি।’
এদিন পোস্ট করেন সোনু সুদও। দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেন অভিনেতা।
শোকস্তব্ধ রণদীপ হুডা। লেখেন, ‘মর্মান্তিক দুর্ঘটনা! যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পরিবারের প্রতি আরও শক্তি রইল এই সময়টা পার করার জন্য।’
পরিণীতি চোপড়া লেখেন, ‘ওড়িশার ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবার জন্য আমি প্রার্থনা করছি। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের পাশে দাঁড়াতে তাঁরা শক্ত হোন। যত তাড়াতাড়ি সম্ভব আরোগ্য কামনা করছি। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।’
চিরঞ্জবী শোকপ্রকাশ করে লিখেছেন, ‘ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় হতবাক! আমার হৃদয় শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে।’
জুনিয়র এনটিআরও টুইটারে এই দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন।
এছাড়াও করিনা কাপুর, বরুণ ধাওয়ান, দিয়া মির্জা সহ একাধিক তারকা তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে শোকপ্রকাশ করেছেন।
হিন্দুস্থান সমাচার / কাকলি