স্বাবলম্বন প্রকল্পে অটোরিক্সার লাইসেন্স বিলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ স্বাবলম্বন প্রকল্পে  যারা  অটোরিকশা নিতে ইচ্ছুক তাদের মধ্যে লাইসেন্স বিলি করা হয়৷শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ কার্যালয়ে হয় ছোট পরিসরে অনুষ্ঠান৷ সেখানে জেলা ৩৬ জনকে অটোরিক্সার লাইসেন্স দেওয়া হয়৷ জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি তথা সহকারী সভাপধিপতি হরি দুলাল আচার্য জানান, ২০২২-২৩ অর্থবর্ষে স্বাবলম্বন স্কিমে এই অটোর লাইসেন্স প্রদান করা হয় ইচ্ছুক সুবিধাভোগীদের মধ্যে৷ তিনি জানান, মানুষের কাছে এর প্রচার নিয়ে যাওয়ার জন্যই এই কর্মসূচী৷ সুবিধাভোগীরা এই সার্টিফিকেটের মাধ্যমে ব্যাঙ্ক থেকে পরিষেবা পেয়ে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *