নয়াদিল্লি, ২ জুন (হি.স.): স্থাপনা দিবসে তেলেঙ্গানার নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার সকালে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রতিভাবানদের দ্বারা অনন্যভাবে আশীর্বাদপ্রাপ্ত তেলেঙ্গানা। রাষ্ট্রপতি আরও জানান, প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তেলেঙ্গানার জনগণকে আমার শুভেচ্ছা!
শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি জানান, বন ও বন্যপ্রাণী দ্বারা সমৃদ্ধ, তেলেঙ্গানা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রতিভাবানদের দ্বারা অনন্যভাবে আশীর্বাদপ্রাপ্ত। এই সুন্দর রাজ্য উদ্ভাবন ও উদ্যোক্তার কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। তেলেঙ্গানার প্রগতি ও সমৃদ্ধির জন্য আমার শুভকামনা রইল। প্রসঙ্গত, তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার সকালে হায়দরাবাদের গোলকুন্ডা ফোর্টে জাতীয় পতাকা উত্তোলন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।