শ্রীনগর, ২ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরে সুরক্ষা বাহিনীর গুলিতে মারা পড়ল আরও এক সন্ত্রাসবাদী। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। শুক্রবার সকালে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে রাজৌরি জেলার দাসাল গুজরান বনাঞ্চলে সুরক্ষা বাহিনী এক সকন্ত্রাসবাদীকে গুলি করে নিকেশ করেছে।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, এনকাউন্টারস্থল থেকে নিহত জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে, তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে টের পাওয়ার পর বৃহস্পতিবার রাতে রাজৌরি জেলার দাসাল গুজরান বনাঞ্চলে অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলা হয়। রাতেই সংঘর্ষে এক জঙ্গি নিকেশ হয়েছে। নিহত জঙ্গির নাম ও পরিচয় এখনও জানা যায়নি।