বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যক্তির

শান্তিরবাজার (ত্রিপুরা ) ২ জুন (হি.স.):নিজ বাড়িতেই সাত সকালে বিদ্যুৎপৃষ্ঠ হয় শংকর মজুমদার (৫৪) নাম এক ব্যক্তির। তড়িঘড়ি পরিবারের সদ্যসরা বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ওই ঘটনায় বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায় শোকে ছায়া নেমে আসে।

ঘটনার বিবরণে অজনা যায়, শুক্রবার সাত সকালে নিজ বাড়িতে বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায় বাসিন্দা শঙ্কর মজুমদার। তিনি পেশায় মোটর শ্রমিক ছিলেন । বাড়ির লোকজন শঙ্কর মজুমদারকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানান হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ওই চিকিৎসক। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।