ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। প্রতিটি কোচিং সেন্টার এবং প্লে সেন্টার-ই চাইছে প্র্যাকটিসে জোর দিতে। আর নিয়মিত প্র্যাকটিস-ই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। অনুশীলন নিয়মিত রাখার উদ্দেশ্যে উদয়পুরের কেবিআই আগরতলার প্রগতি প্লে সেন্টারের মধ্যে আগামী ৪ জুন দুটি প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করছে। খেলা হবে কে বি আই মাঠে। একটি অনূর্ধ্ব ১৩ ক্রিকেটাররা খেলবে। অপরটিতে খেলবে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটাররা। এদিকে এই প্রস্তুতি ম্যাচ ঘিরে খুদেখেলোয়াড়দের মধ্যে যেমন উৎসাহ রয়েছে তেমনি কোচ যথারীতি ক্রিকেটারদের নিয়ে সম্ভাব্য দল ঘোষণা করেছে। কে বি আই দলকে নেতৃত্ব দেবে শুভম দেবনাথ। দলের বাছাইকৃত ক্রিকেটাররা হলো: শ্রীমন দেবনাথ, শুভম দেবনাথ, আফতাব চৌধুরী, সানিত সাহা, সাগর দেবনাথ, সুপ্রতিম দেবনাথ, সুরজিৎ দেবনাথ, রাজদীপ ঘোষ, শাহিন পোদ্দার, মার্জী হোসেন, আফরাজ আহমেদ , আরমান সাহা ও অন্তরীপ মজুমদার।