ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যা মামলায় চার অভিযুক্ত দোষী সাব্যস্ত, আজ সাজা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ রাজধানীর আগরতলা শহরে চাঞ্চল্যকর  ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যা মামলায় সদরের জেলা ও দায়রা জজ আদালত চার জনকে দোষী সাব্যস্ত করেছে৷  ব্যাংক ম্যানেজার  বোধিসত্ত্ব  দাস হত্যাকান্ডে চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে সদরের জেলা ও দায়রা জজ আদালত৷ শুক্রবার এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার রায় ঘোষণা করা হয়৷ আদালত যে চার জনকে দোষী সাব্যস্ত করেছে তারা হল সুমিত চৌধুরী ,সুমিত বণিক ,সুকান্ত বিশ্বাস ও শোয়েব মিয়া৷ আগামীকাল  সাজা ঘোষণা করবে আদালত৷ উল্লেখ্য ২০১৯ সালের তেসরা আগস্ট মধ্যরাতে রাজধানী আগরতলা শহরের জ্যাকসন গেইট সংলগ্ণ সারদা মেডিকেল হলের সামনে এই ঘটনা সংঘটিত হয়৷ ওই রাতে একটি মারুতি গাড়ি করে এসে ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস ও তার এক বন্ধুর সামনে অশালীন আচরণ করে৷ ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস বাধা দিলে  আততায়ীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি  করা হয়৷ রাতেই ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাসের মৃত্যু হয়৷ এব্যাপারে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা এবং ৩৪ আইপিসিতে মামলা গৃহীত হয়৷ মোট ৫৬ জন এই মামলায় সাক্ষ্য প্রদান করেন৷ দীর্ঘ শুনানির পর সদরের জেলা ও দায়রা জজ আদালত শুক্রবার এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করে৷ অভিযুক্ত চারজনকে দোষী সাব্যস্ত করা হয়৷ শনিবার তাদের সাজা ঘোষণা করবে আদালত৷ এই মামলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে গিয়ে স্পেশাল পাবলিক প্রসিকিউটর সম্রাট কর ভৌমিক জানান ,এ মামলার প্রত্যক্ষদর্শী বাসু কর ঘটনা কিভাবে সংঘটিত হয়েছিল তা প্রত্যক্ষ করেছিল৷ বাসু কর আদালতে এসে সঠিক সাক্ষী দেয়নি৷ এছাড়া চিকিৎসক অভিজিৎ দাস গুপ্ত ওই রাতে মৃত্যুর আগে ব্যাংক ম্যানেজার বোধিসত্ত্ব দাস কি জবানবন্দি দিয়েছিল তা আদালতে জানাননি৷   আদালতে এসে তিনি জানিয়েছেন জবানবন্দীর কিছুই তিনি শুনেননি৷ সরকার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে৷ আদালত যাদের দোষী সাব্যস্ত করেছে তাদের সাজা ঘোষণার পরই এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গৃহীত হবে বলে জানিয়েছেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর সম্রাট কর ভৌমিক৷৷